বাসস ক্রীড়া-৪ : জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করলেন খেদিরা

200

বাসস ক্রীড়া-৪
ফুটবল-খেদিরা
জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করলেন খেদিরা
তুরিন, ১৩ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করেছেন সামি খেদিরা। নতুন চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত ইতালিয়ান চ্যাম্পিয়নদের সাথেই থাকছেন এই জার্মান তারকা।
২০১৫ সালে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে যোগ দেবার পর থেকে মাসিমিলিয়ানো আলেগ্রির দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত হয়েছেন খেদিরা। জুভেন্টাসের হয়ে টানা তিনবার ঘরোয়া ডাবল শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে খেদিরার। ২০১৭ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা দলেও তিনি ছিলেন। যদিও কার্ডিফের ম্যাচটিতে খেদিরার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের কাছে জুভেন্টাস হেরেছিল ৪-১ গোলে।
চলতি মৌসুম শেষে ৩১ বছর বয়সী খেদিরার বর্তমান চুক্তি শেষ হয়ে যাবার কথা ছিল। কিন্তু তার আগেই আরো দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করা হলো। এ সম্পর্কে খেদিরা বলেছেন, এটা অনেকটাই আমার ঘরের মত। প্রথমদিন থেকেই আমি এখানে একটি বিশেষ অনুভূতি পেয়েছি। ক্লাবটির সমৃদ্ধ ইতিহাসের অংশ হতে পেরে আমি দারুন আনন্দিত। জুভেন্টাস আমার পরিবারের মত। সাদা-কালোর ইতিহাসের সাথে ধারাবাহিকভাবে থাকতে চাই।
বাসস/নীহা/১৩৫০/স্বব