বাজিস-১ : জয়পুরহাটে গাড়ি চালকদের প্রশিক্ষণ

203

বাজিস-১
জয়পুরহাট-প্রশিক্ষণ
জয়পুরহাটে গাড়ি চালকদের প্রশিক্ষণ
জয়পুরহাট, ১৩ সেপ্টেম্বর, ২০১৮(বাসস) : নিরাপদ সড়ক চাই শিক্ষার্থীদের দাবি পূরণের লক্ষ্যে সরকারের ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে আজ বিআরটিএ’র উদ্যোগে জয়পুরহাটে পেশাজীবী গাড়ি চালকদের দু’দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে।
জয়পুরহাট পৌর মিলনায়তনে আয়োজিত দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, বিআরটিএ’র যানবাহন পরিদর্শক মানোষ কুমার চক্রবর্তী, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান, মটোর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ওয়াদুদ মোল্লা প্রমুখ। দু’দিনব্যাপী প্রশিক্ষণে প্রথম পর্যায়ে ২শ’ জন পেশাদার গাড়ি চালক অংশগ্রহণ করছেন। গাড়ি চালকদের নিরাপদ সড়কের জন্য ট্রাফিক আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছেন যানবাহন পরিদর্শক মানোষ কুমার চক্রবর্তী ও ট্রাফিক পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১০০/নূসী