বাসস সংসদ-৪ : সংসদে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল ২০১৮ উত্থাপন

166

বাসস সংসদ-৪
বিল-উত্থাপন
সংসদে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল ২০১৮ উত্থাপন
সংসদ ভবন, ১২ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : বিদ্যমান হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট অধ্যাদেশ রহিত করে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নের বিধানের প্রস্তাব করে আজ সংসদে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট বিল ২০১৮ উত্থাপন করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিলটি উত্থাপন করেন।
বিলে হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট অধ্যাদেশের অধীন প্রতিষ্ঠিত হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এমনভাবে বহাল রাখার প্রস্তাব করা হয় যে তা এ বিলের বিধানের অধীন প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া এতে ইনস্টিটিউটের প্রধান কার্যালয় ঢাকায় স্থাপনের প্রস্তাব করা হয়।
বিলে ইনস্টিটিউট পরিচালনা ও প্রশাসন, ইনস্টিটিউটের কার্যাবলী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে চেয়ারম্যান করে ইনস্টিটিউটের পরিচালনা পরিষদ গঠন, পরিচালনা পরিষদের সভা ও কার্যাবলী, নির্বাহী কমিটি গঠন, নির্বাহী কমিটির সভা ও কার্যাবলী, মহাপরিচালক নিয়োগ, কর্মচারী নিয়োগ, গবেষক বা প্রযুক্তিবিদ নিয়োগ, বৈদেশিক প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা, ঋণ গ্রহণ ও পরিশোধ, ইনস্টিটিউটের তহবিল, হিসাবরক্ষণ ও নিরীক্ষা, বার্ষিক প্রতিবেদন কমিটি গঠন, বিধি প্রবিধি প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
বাসস/এমআর/১৮১০/বেউ/আসচৌ