আশা বাঁচিয়ে রাখতেই কাল মাঠে নামছে অ্যাথলেটিকো মাদ্রিদ

664

মাদ্রিদ, ২১ এপ্রিল ২০১৮ (বাসস) : শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল স্প্যানিশ ফুটবল লিগে মাঠে নামছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৪তম রাউন্ডের ম্যাচে মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল বেটিস। তবে এ ম্যাচে মাদ্রিদ ড্র বা হারলে এবং এই রাউন্ডের ম্যাচে জয় বা ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার। তাই শিরোপা আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচ তো জিততে হবেই পাশাপাশি এই রাউন্ডে বার্সেলোনার হার বা ড্র’র প্রত্যাশা করতে হবে এ্যথলেটিকোকে।
আগের ম্যাচে রিয়াল সোসিয়াদেদের কাছে ৩-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে অনেকাংশেই ছিটকে পড়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। এখন কিঞ্চিত সম্ভাবনা যা আছে, সেটিও অনেক কিছুর উপর নির্ভরশীল। তারপরও নিজেদের কাজটা ভালোভাবে সেরে রাখতে চায় মাদ্রিদ। রিয়াল বেটিসের বিপক্ষে জয়ের প্রত্যাশায় দল খেলতে নামবে বলে জানান মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।
তিনি বলেন, ‘গত ম্যাচে আমাদের সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। তবে এখনও ক্ষীণ সম্ভাবনা যতটুকু আছে, সেটি নির্ভর বার্সেলোনার উপর। কিন্তু আমাদেরও দায়িত্ব রয়েছে। প্রত্যক ম্যাচেই আমাদের জিততে হবে। ম্যাচ জিতে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে হবে। এছাড়া এবারের মৌসুমে বাকী সবগুলো ম্যাচ আমরা জিততে চাই। আমাদের মূল লক্ষ্য এখনÑ সব ম্যাচ জয়। দলের সবাই লিগের বাকী ম্যাচগুলো নিয়েই বেশি ভাবছে। পাশাপাশি বার্সেলোনার ম্যাচের দিকেও লক্ষ্য রাখছে।’
রিয়াল বেটিসের বিপক্ষে এ্যাথলেটিকো জয় পেলে এবং এই রাউন্ডে নিজেদের ম্যাচ জিতলেই গোল গড়ে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। সেক্ষেত্রে লিগের বাকী ম্যাচগুলোতে বার্সেলোনাকে নিয়ে ভাবতে হবে না এ্যাথলেটিকোকে। এমন সমীকরন বেশ ভালোই জানা আছে দলটির বস সিমিওনের। ঐ সময় লিগের শেষটা ভালোয় ভালোয় শেষ করার লক্ষ্য নির্ধারন করবেন সিমিওনে, ‘এ অবস্থায় দাড়িয়ে মৌসুমের শেষটা আমরা ভালো করতে চাইছি। লিগের পাঁচটি ও ইউরোপা লিগের বাকী দু’ম্যাচেই জয় তুলে নিতে চাই। যাতে লিগের শেষ ভাগে আমরা সাফল্যের মধ্যেই থাকতে পারি।’
৩৩ খেলায় ৭১ পয়েন্ট এ্যাথলেটিকো মাদ্রিদের। সমানসংখ্যক ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। ৩৩ খেলায় ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রিয়াল বেটিস।
অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচের দিন আরও মুখোমুখি হবে জিরোনা-এস্পানিয়ল, মালাগা-রিয়াল সোসিয়েদাদ ও লাস পালমাস-আলাভেস।