বাসস বিদেশ-২ : ভারতের উত্তরাঞ্চলে ৩.১ মাত্রার ভূমিকম্প

367

বাসস বিদেশ-২
ভারত-ভূমিকম্প
ভারতের উত্তরাঞ্চলে ৩.১ মাত্রার ভূমিকম্প
নয়াদিল্লী, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য হারিয়ানায় বুধবার সকালে একটি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কেন্দ্রীয় রাজধানী দিল্লীতে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান।
খবর সিনহুয়া’র।
আজ সকালে রাজ্যের ঝজজর জেলায় মাঝারি আকারের ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১।
দুর্যোগ প্রশমণ বিভাগের এক কর্মকর্তা বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঝজজরে এটা এ সপ্তাহে দ্বিতীয় ভূমিকম্প। এর আগে রোববার ৩.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়।
বাসস/কেএআর/১০৫০/এমএবি