বাসস বিদেশ-১ : লিবিয়ার রাজধানীর একমাত্র সক্রিয় বিমানবন্দরে রকেট হামলা

405

বাসস বিদেশ-১
লিবিয়া-সংঘাত
লিবিয়ার রাজধানীর একমাত্র সক্রিয় বিমানবন্দরে রকেট হামলা
ত্রিপোলি, ১২ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : লিবিয়ার রাজধানী ত্রিপোলির একমাত্র সক্রিয় বিমানবন্দরে গতরাতে রকেট হামলা চালানো হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। বুধবার বিমানবন্দর সূত্র একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দরটি পুনরায় চালুর কয়েকদিনের মধ্যেই সেখানে এ হামলা চালানো হলো। এরআগে ত্রিপোলি ও এর আশপাশের এলাকাগুলোতে প্রতিদ্বন্দ্বী জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের কারণে এটা বন্ধ করে দেয়া হয়েছিল।
সূত্রটি জানায়, লিবিয়ান এয়ারলাইনের একটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে মিসরাতা বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। এটি রাজধানী থেকে প্রায় ২শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।
তারা আরো জানায়, ত্রিপোলি বিমানবন্দরে থাকা বিমানগুলো মিসরাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
জাতিসংঘের মধ্যস্থতায় সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে একটি অস্ত্রবিরতি চুক্তির পর শুক্রবার বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছিল।
বাসস/ কেএআর/০৯৩৫/এমএজেড