বাসস দেশ-২৫ : শাহজালাল বিমান বন্দরে কার্গো সার্ভিস ২৪ ঘণ্টা খোলা রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ

652

বাসস দেশ-২৫
পিএমও-নির্দেশনা-বিমান বন্দর
শাহজালাল বিমান বন্দরে কার্গো সার্ভিস ২৪ ঘণ্টা খোলা রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ
ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর (এইচএসআইএ)তে কার্গো সেবা ২৪ ঘণ্টা খোলা রাখতে বলা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভা থেকে এ নির্দেশনা এসেছে।
টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজিজ) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই ও বিজিএমইএ’র সভাপতি এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় আমদানিকৃত পণ্য আনলোড করার জন্য ব্যাংকগুলোর এলসি খোলার শাখাসমূহ খোলা রাখার সিদ্ধান্ত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংক থেকে বৃহস্পতিবার বিকেলে ছাড়পত্র পাওয়া আকাশপথে আসা পণ্যসামগ্রী শনিবার কাস্টমসের উপস্থিতিতে ডেলিভারি দেয়ার পদক্ষেপ নেয়া হবে।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কার্গোগুলো প্রাক আগমন প্রক্রিয়া সম্পন্ন করার বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের একটি হটলাইন খোলা এবং ওয়ানস্টপ সার্ভিস চালু করা।
বাসস/সবি/এমকেডি/অনু-এইচএন/২১৫৫/মহ/এবিএইচ