বাসস দেশ-১১ : বঙ্গোপসাগরে উদ্ধারকৃত নয় জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী

149

বাসস দেশ-১১
নৌবাহিনী-ট্রলার-উদ্ধার
বঙ্গোপসাগরে উদ্ধারকৃত নয় জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী
ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : মোংলা ফেয়ারওয়ের অদূরে বঙ্গোপসাগরে জাহাজের সঙ্গে সংঘর্ষে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় উদ্ধারকৃত নয় জেলেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী।
সোমবার গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া স্বাধীন-৩ নামের এই ট্রলারটি বাণিজ্যিক জাহাজের সাথে সংঘর্ষে ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ তুরাগ উদ্ধারের জন্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নয় জেলেকে সমুদ্রে ভাসমান অবস্থা হতে জীবিত উদ্ধার করে।
উদ্ধারকৃত জেলেরা হলো হানিফ (৪০), আবুল কালাম (৪২), জাকির হোসেন (৪৭), সুজন (২৮), রুবেল (২৮), মুসা (২২), জাকারিয়া (১৬), কবির (৪২) এবং মনির (২০)।
এরা সকলেই বরগুনা জেলার পাথরঘাটা থানার কাতারতলী গ্রামের বাসিন্দা। ওই ট্রলারটিতে ১২ জন জেলে ছিল। নিখোঁজ তিন জেলেকে উদ্ধারে নৌবাহিনী জাহাজ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
বাসস/আইএসপিআর/এসএস/১৭১৫/-কেজিএ