বাজিস-৪ : সাগরে মাছধরা ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ, ৯ জন উদ্ধার

176

বাজিস-৪
বরগুনা-জেলে নিখোঁজ
সাগরে মাছধরা ট্রলার ডুবে ৩ জেলে নিখোঁজ, ৯ জন উদ্ধার
বরগুনা, ১১ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : বঙ্গোপসাগরের গভীরে ঝড়ের কবলে পড়ে এফবি স্বাধীন নামে একটি মাছ ধরা ট্রলার ডুবে ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ট্রলারের নয় জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে নৌ বাহিনী।
সোমবার দুপুরের পর বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়। রাতে ট্রলার মালিক ও ট্রলার শ্রমিক ইউনিয়ন জেলেদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে বরগুনার গুলিশাখালী এলাকার মো. রিয়াজ খানের মালিকানা এফবি স্বাধীন ট্রলারটি ডুবে যায়। সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা দুই ঘণ্টা পর নয় জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলেও ট্রলারসহ তিন জেলে নিখোঁজ রয়েছে। জেলেরা পাথরঘাটায় ফিরলে নিখোঁজ জেলেদের নাম জানা যাবে।
বাসস/সংবাদদাতা/কেইউ/১১২৩/নূসী