বাজিস-১২ : ঝালকাঠিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

139

বাজিস-১২
ঝালাকাঠি-চাল
ঝালকাঠিতে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু
ঝালকাঠি ১০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : জেলায় গ্রামীণ জনপদেও দরিদ্র মানুষের জন্য ১০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়ন থেকে এ কর্মসূচি শুরু করে জেলা খাদ্য বিভাগ।
ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল ইসলাম আজ সোমবার জানান, জেলার ৪টি উপজেলায় ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হবে। ডিলারের মাধ্যমে ৯২২.৯২০ মে. টন চাল বিক্রি করা হবে। জেলার ৩০ হাজার ৭শ ৬৪ পরিবার ৬২ জন ডিলারের মাধ্যমে এ চাল ক্রয় করতে পারবে।
এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ২০ জন ডিলারের মাধ্যমে ৭২০০ কার্ডধারী পরিবারকে ২১৬ মে. টন। নলছিটি উপজেলায় ২০ জন ডিলারে মাধ্যমে ১১০৮২ টি পরিবারের মধ্যে ৩৩২.৪৬০ মে. টন চাল বিক্রি করা হবে। রাজাপুর উপজেলায় ১৩ জন ডিলারের মাধ্যমে ৮৫৭৬টি পরিবারের জন্য ২৫৭.২৮০ মে. টন এবং কাঠালিয়া উপজেলায় ৯ জন ডিলারের মাধ্যমে ৩৯০৬ টি পরিবারের মধ্যে ১১৭.১৮০ মে. টন চাল বিক্রি শুরু হয়েছে। তবে পৌরসভা এলাকায় বসবাসরতরা এই সুবিধা পাচ্ছে না।
বাসস/সংবাদদাতা/২০০০/-মরপা