গাজীপুরে হত্যা মামলার রায়ে ৭ জনের মৃত্যুদন্ড

160

গাজীপুর, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : গাজীপুরে একটি হত্যা মামলার রায়ে ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
এছাড়া রায়ে একজনকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
আজ সোমবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।
এ সময় আদালতে ৭ আসামি উপস্থিত ছিলেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেনÑ মহানগরের ডেগেরচালা এলাকার বাসিন্দা হোসেন আলী (২৭), গজারিয়া পাড়ার রাজীব হোসেন রাজু (২২), কাইয়ুম (২৫), মোহাম্মদ আলী ওরফে ছোট আলী (২০), কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুড়–দিয়ার রাজীব হোসেন (২২), জেলার কাপাসিয়া উপজেলার ফারুক হোসেন (২৫) ও তরগাঁওয়ের শফিকুল ইসলাম পারভেজ (২৬)।
এছাড়া রায়ে মাসুম ওরফে মামা মাসুমকে পাঁচ বছরের কারাদন্ড এবং এনামুল হক ও শামসুল হককে মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায় , ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের গেটের কাছে আসামিরা গাজীপুরের ব্যবসায়ী মিলন ভূইয়ার পথরোধ করে এবং এলোপাথাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মিলনের মামা আকতার হোসেন বাদি হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি প্রথমে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে। পরে এটি গাজীপুর সিআইডির কাছে হস্তান্তর করা হয়।
গাজীপুর সিআইডি’র ইন্সপেক্টর নজমুল হক তদন্ত শেষে ১০জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত সাক্ষ্য গ্রহন শেষে আজ এ রায় ঘোষণা করে।