বাসস বিদেশ-১২ : রাজিব গান্ধীর ৭ হত্যাকারীর মুক্তির সুপারিশ তামিলনাড় সরকারের

121

বাসস বিদেশ-১২
রাজিব-হত্যাকারী-প্রাণভিক্ষা
রাজিব গান্ধীর ৭ হত্যাকারীর মুক্তির সুপারিশ তামিলনাড় সরকারের
নয়াদিল্লী, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী হত্যা মামলায় সাজা পাওয়া ৭ জনকে ছেড়ে দেয়ার সুপারিশ করেছে তামিলনাড়– সরকার।
রোববার সন্ধ্যায় রাজধানী চেন্নাইয়ে রাজ্য মন্ত্রিসভার এক বৈঠকে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নেয়া হয়। এটি এখন রাজ্য গভর্নরের কাছে পাঠানো হচ্ছে।
রাজ্য সরকারের মন্ত্রী ডি জয়াকুমার বলেন, ‘জনগণের সেন্টিমেন্টের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য গভর্নরের দন্ডপ্রাপ্ত যেকোন ব্যক্তির দন্ড কমানো বা স্থগিত অথবা ক্ষমা করার ক্ষমতা রয়েছে।
কংগ্রেসের বর্তমান সভাপতি সোনিয়া গান্ধীর স্বামী ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিব গান্ধী ১৯৯১ সালের ২১ মে তামিলনাড়–তে তৎকালীন শ্রীলঙ্কা ভিত্তিক তামিল টাইগার বিদ্রোহীদের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাত আসামী পেরারিভালান, মুরুগান, সন্তম, নলিনি শ্রিহরণ, জয়াকুমার, রবার্ট পিয়াস এবং রবিচন্দ্রন তামিলনাড়–র বিভিন্ন জেলে ২৭ বছর ধরে সাজা ভোগ করছে।
বাসস/এসই/১৬৫৫/-জুনা