বাসস বিদেশ-৮ : নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প

180

বাসস বিদেশ-৮
নিউজিল্যান্ড-ভূমিকম্প
নিউজিল্যান্ডে ৭ মাত্রার ভূমিকম্প
বেইজিং, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : নিউজিল্যান্ডের কারমাডেক দ্বীপপুঞ্জে সোমবার ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। চীনা ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার একথা জানিয়েছে। খবর সিনহুয়া’র।
ভূমিকম্পটি বেইজিং সময় সোমবার দুপুর ১২ টা ১৮ মিনিটে আঘাত হানে।
কেন্দ্রটির এক বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৩১ দশমিক ৯৫ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৭৯ দশমিক ২৫ পশ্চিম দ্রাঘিমাংশের ১২০ কিলোমিটার গভীরে।
বাসস/এএএ/১৫৪০/-জুনা