বাসস ক্রীড়া-৬ : অলিম্পিকের প্রস্তুতিতে চায়নার কোচ হিসেবে নিয়োগ পেলেন হিডিঙ্ক

151

বাসস ক্রীড়া-৬
ফুটবল-কোচ
অলিম্পিকের প্রস্তুতিতে চায়নার কোচ হিসেবে নিয়োগ পেলেন হিডিঙ্ক
সাংহাই, ১০ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ২০২০ টোকিও অলিম্পিককে সামনে রেখে চাইনিজ অনুর্ধ্ব-২১ ফুটবল দলের নতুন কোচ হিসেবে অভিজ্ঞ গাস হিডিঙ্ককে নিয়োগ দেয়া হয়েছে।
৭১ বছর বয়সী এই ডাচম্যান চাইনিজ ফুটবলে আরেকজন অভিজ্ঞ ও পরিচিত কোচ হিসেবে নিয়োগ পেলেন। এর আগে ২০১৬ সালে জাতীয় দলের দায়িত্বে আসীন হয়েছেন ইতালির বিশ্বকাপ জয়ী দলের কোচ মার্সেলো লিপ্পি। দুই বছর আগে সিনিয়র দলের দায়িত্বে আসা ৭০ বছর বয়সী লিপ্পির অধীনে চায়না বেশ ভালই উন্নতি করেছে। যদিও রাশিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। বর্তমানে চায়না ফিফা র‌্যাঙ্কিংয়ে ৭৫তম স্থানে রয়েছে।
হিডিঙ্ককে অনুর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে নিয়োগ দেবার ঘোষনা দিয়ে চাইনিজ ফুটবল এসোসিয়েশন (সিএএফ) জানিয়েছে, ‘তার মূল দায়িত্ব হচ্ছে ২০২০ টোকিও অলিম্পিক। আশা করছি হিডিঙ্কের অধীনে অনুর্ধ্ব-২১ দলটি তাদের অলিম্পিক স্বপ্ন পূরণ করতে পারবে।’
হিডিঙ্ক সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে চেলসির অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাইনিজ গণমাধ্যম সূত্রমতে চায়নায় হিডিঙ্ক ট্যাক্স দেবার পরেও বছরে প্রায় চার মিলিয়ন ইউরো আয় করবেন।
লিপ্পির মতই ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে কোচিংয়ে হিডিঙ্কের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। চেলসির হয়ে দুইবার দুই মেয়াদে দায়িত্ব পালনের সাথে সাথে তিনি রিয়াল মাদ্রিদ, পিএসভি এইনডোভেন ও ভ্যালেন্সিয়ারও দায়িত্ব পালন করেছেন। তবে ২০০২ সালে ঘরের মাঠে বিশ্বকাপে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে পৌঁছে দেবার পরেই হিডিঙ্কের কোচিং বেশ জনপ্রিয়তা লাভ করে। তার প্রতি আগ্রহী হয়ে উঠে বিশ্বের সব বড় ক্লাবগুলো।
বাসস/নীহা/১৪২৫/এএমটি