বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর এম এ সামাদের ইন্তেকাল

302

পিরোজপুর, ১০ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্টজন কর্পোরাল এম এ সামাদ (৯২) রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধকালীন কমান্ডার এম এ সামাদ মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি আগরতলা ষড়যন্ত্র মামলার ৮ নম্বর আসামী ছিলেন।
মঠবাড়িয়া থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি ।
গতকাল রাতে রাজধানীর গ্রীন রোডের মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ-আসর মঠবাড়িয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা এবং তার গ্রামের বাড়ি দক্ষিণ মিঠাখালীতে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
এম এ সামাদ এক পুত্র, চার কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মী ও সব শ্রেনির মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।