বাজিস-৩ : নড়াইলে ১০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন

147

বাজিস-৩
নড়াইল-চাল বিক্রি
নড়াইলে ১০ টাকা দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন
নড়াইল, ১০ সেপ্টম্বর, ২০১৮ (বাসস) : ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানকে সামনে নিয়ে নড়াইলে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা দরে হত দরিদ্রদের মাঝে চাল বিক্রি শুরু করা হয়েছে সোমবার থেকে। এর আগে রোববার বিকেলে সদর উপজেলার তুলারাম ইউনিয়নের তুলারামপুর বাজারে উপজেলা খাদ্য অফিসের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, তুলারামপুর ইউনিয়নের চেয়ারম্যান বুলবুল আহমেদ, খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মোঃ হায়দার আলী লিটু প্রমূখ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার বলেন, এ কর্মসূচির আওতায় জেলার মোট ৩৯ ইউনিয়নের ৮০ জন ডিলারের মাধ্যমে ৩৪ হাজার ৫শ’ ৪ জন হত দরিদ্রকে প্রতি মাসে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল দেয়া হবে।
এরমধ্যে সদর উপজেলার ২৫ জন ডিলারের মাধ্যমে ৮ হাজার ৪৫৯ জন, লোহাগড়া উপজেলার ৩২ জন ডিলারের মাধ্যমে ১৫ হাজার ৮শ’ ৪১ জন এবং কালিয়া উপজেলায় ২৩ ডিলারে মাধ্যমে ১০ হাজার ২শ’ ৪ জনকে ১০ টাকা দরে চাল প্রদান করা হবে।
সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/আহো/১১৪০/নূসী