বাসস দেশ-১৬ : দুর্নীতি মামলায় শ্রীপুর পৌরসভার মেয়রসহ দুইজন কারাগারে

120

বাসস দেশ-১৬
আদালত-আদেশ
দুর্নীতি মামলায় শ্রীপুর পৌরসভার মেয়রসহ দুইজন কারাগারে
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতি মামলায় শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান চার মামলায় ও পৌরসভার সাবেক হিসাবরক্ষক আব্দুল মান্নান দুই মামলায় ঢাকার বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান খানের আদালতে আত্মসমর্পণ করে আজ জামিন চান।
আদালত সূত্র জানায়, আনিছুর রহমানকে পৃথক চার মামলার মধ্যে এক মামলায় জামিন দেন। অন্য তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। আসামী মান্নানের দুই মামলায়ই জামিনের আবেদন নামঞ্জুর করে আদালত।
মামলা চারটির একটিতে অভিযোগে বলা হয়, শ্রীপুর পৌরসভার পাঁচটি হাটবাজার থেকে ২০১০ সালে আসামিরা পরস্পর যোগসাজসে ৭ লাখ ৩৫ হাজার ২শ’ টাকা আত্মসাৎ করেন। অন্য একটি মামলায় বলা হয়, রশিদের মাধ্যমে আদায় করা ৪৩ লাখ ৭৬ হাজার ১০৭ টাকার ট্যাক্স পৌরসভার তহবিলে জমা না করে তারা আত্মসাৎ করেন। দুই মামলায়ও আসামিদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
বাসস/এএসজি/ডিএ/১৮১৫/-জেজেড