বাসস বিদেশ-৯ : পাকিস্তানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ

131

বাসস বিদেশ-৯
পাকিস্তান-প্রেসিডেন্ট-শপথ
পাকিস্তানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ
ইসলামাবাদ, ৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহেরিক-ই-ইনসাফের সিনিয়র নেতা আরিফ আলভি রোববার পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। খবর সিনহুয়া’র।
দেশটির প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান। আরিফ আলভি প্রেসিডেন্ট মামনুন হোসেনের স্থলাভিসিক্ত হলেন। মামনুন হোসেন গতকাল শনিবার প্রেসিডেন্ট পদে তার পাঁচ বছর মেয়াদ পূর্ণ করেছেন।
আলভি গত ২৫ জুলাই পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির একটি আসন থেকে নির্বাচিত হন। তিনি গত ৪ সেপ্টেম্বর দেশটির ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান, বিদায়ী প্রেসিডেন্ট হোসেন, গভর্ণও, প্রদেশ সমূহের মুখ্যমন্ত্রী, মন্ত্রীবর্গ, কূটনীতিক, তিন বাহিনীর প্রধানগণসহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পেশায় দন্ত চিকিৎসক আলভি ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিক-ই-ইনসাফ, পাকিস্তানের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
বাসস/এসই/৫-১৫/জুনা