বাসস দেশ-১০ : সাংবাদিক সুবর্না নদী হত্যা মামলার আসামী মিলন গ্রেফতার

162

বাসস দেশ-১০
নদী হত্যা-গ্রেফতার
সাংবাদিক সুবর্না নদী হত্যা মামলার আসামী মিলন গ্রেফতার
পাবনা, ৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামী শামসুজ্জামান মিলনকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, শনিবার মধ্যরাতে তাকে ঢাকায় পরিচালিত এক অভিযানে গ্রেফতার করা হয়েছে।
এব্যপারে রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কামান্ডার মো. রুহুল আমিন জানান, আসামি শামসুজ্জামান মিলনকে ঢাকার আরমানি টোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি তার এক নিকট আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত শামসুজ্জামান মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। সে সুবর্না নদীর শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যাল (ইউনানী)’র ম্যানেজার এবং মামলার এজাহার ভুক্ত আসামি।
গত ২৮ আগস্ট রাতে অফিস থেকে ভাড়া বাসায় যাওয়ার প্রবেশ মুখে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্না আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্র্বত্তরা। নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের হয়।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৭১০/কেজিএ