বাসস বিদেশ-৮ : ক্ষেপণাস্ত্র প্রদর্শন ছাড়াই উত্তর কোরিয়ায় ৭০তম বর্ষিকী পালন

145

বাসস বিদেশ-৮
উত্তর কোরিয়া-সামরিক-কুচকাওয়াজ
ক্ষেপণাস্ত্র প্রদর্শন ছাড়াই উত্তর কোরিয়ায় ৭০তম বর্ষিকী পালন
পিয়ংইয়ং, ৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : উত্তর কোরিয়ার ৭০তম বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। তবে কোন ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়নি। খবর এএফপি’র।
১৯৪৮ সালের এই দিনে গণ প্রজাতান্ত্রিক কোরিয়া যার আনুষ্ঠানিক নাম উত্তর কোরিয়া হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলো।
দিবসটি উপলক্ষে ব্যাপক সামরিক সমাবেশ এবং কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে। কিন্তু এবার প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র প্রদর্শনী করা হয়নি বলে বলা হচ্ছে।
নিরস্ত্রীকরণ নিয়ে গত জুন মাসে কিমের সাথে ট্রাম্পের আলোচনা ও চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া চলতি মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সাথে উত্তর কোরীয় নেতা কিম জং উনের বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাসস/কেকে/৪-৪৫/জুনা