বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ফ্লোরেন্স

160

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-আবহাওয়া
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে হারিকেন ফ্লোরেন্স
মিয়ামি, ৯ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের উত্তর অথবা দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যের দিকে প্রবল আকার ধারণ করে ধেয়ে আসছে হারিকেন ফ্লোরেন্স। শনিবার দেশটির আবহাওয়ার পূর্বাভাসে একথা বলা হয়েছে।
মিয়ামি ভিত্তিক জাতীয় হারিকেন সেন্টার জানায়, সংস্থাটির হারিকেন সন্ধানী বিমান ফ্লোরেন্সকে ‘একটু বেশি শক্তিশালী দেখতে পেয়েছে এবং এটি রোববার ভোরে আবার হারিকেনে রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে।’
বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঝড়টি বড় ধরনের হারিকেন হিসেবে আঘাত হানতে পারে। এবং কয়েক দশকের মধ্যে এটাই ওই এলাকায় সবচেয়ে বড় ঝড় হতে পারে।
উত্তর ক্যারোলাইনার গভর্নর রায় কুপার শুক্রবার ওইসব এলাকায় জরুরি অবস্থা জারি করেন। দক্ষিণ ক্যারোলাইনাতেও শনিবার পর্যন্ত ওই জরুরি অবস্থা জারি রাখা হয়েছে।
বাসস/ কেএআর/১০৪০/এএএ