বাসস দেশ-১৪ : সারাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

165

বাসস দেশ-১৪
আন্তর্জাতিক-সাক্ষরতা
সারাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : আজ শনিবার সারাদেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থা’র সংবাদদাতারা এ সংক্রান্ত পাঠিয়েছেন। সংবাদগুলো হলো:
হবিগঞ্জ : ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’Ñ প্রতিপাদ্য নিয়ে হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার সহায়তার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
জয়পুরহাট : ’সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার জয়পুরহাটে পালন করা হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী। মৌলিক সাক্ষরতা প্রকল্পের আওতায় গৃহীত কর্মসূচি বিষয়ক পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপানুষ্ঠানিক শিক্ষার সহকারি পরিচালক রবিউল ইসলাম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক ড. মাহমুদ উল আলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, জেলা এনজিও সমন্বয় কমিটির সদস্য সচিব অপূর্ব সরকার, উপানুষ্ঠানিক শিক্ষার সহকারি পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
নড়াইল : ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। শনিবার দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রচনা প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে র‌্যালিটি জেলা প্রশসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুঃ শাহ্ আলম, নারীনেত্রী আঞ্জুমান আরা বেগম, নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার প্রমুখ।
ঝালকাঠি : ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার সকাল ১০ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে শেষ হয়। জেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ এতে অংশ নেন। পরে শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হামিদুল হক। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সুবিমল চন্দ্র হালদার প্রমুখ।
চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে পৌর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শপথ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় এসে শেষ হয়।
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহবুদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা।আরো বক্তব্য রাখেন স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাত আরা সাফী বন্যা, সহকারী শিক্ষক মো. মহসিন মিয়া প্রমুখ।
গোপালগঞ্জ : জেলার কোটালীপাড়া উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির সহযোগিতায় একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পৌর মেয়র মো. কামাল হোসেন শেখ, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী মোর্শেদ, জেলা পরিষদ সদস্য মাজাহারুল আলম পান্না, নজরুল ইসলাম হাজরা মন্নু, ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, উপজেলা শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপিত কৃষ্ণ কান্ত সরকার, সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন বক্তব্য রাখেন।
এছাড়াও জেলার মুকসুদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন শাহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন প্রমুখ
পঞ্চগড় : ‘সাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে আজ শনিবার জেলার দেবীগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী , শিক্ষক , অফিস প্রধানদের সমন্বয়ে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বার্হী অফিসার মোঃ আতিক এস.বি. সাত্তার সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার, শিক্ষা অফিসার রুনা লায়লা, মুক্তিযোদ্ধা কমান্ডার স্বদেশ চন্দ্র প্রমুখ।
খাগড়াছড়ি : নানা কর্মসুচীর মধ্যদিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে এ উপলক্ষে আজ শনিবার সকালে খাগড়াছড়ি টাউন হলের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে হয়ে জীবন গড়ি’ এ শ্লোগানে বের হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক পদক্ষিণ শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, নির্মলেন্দু চৌধুরী, এডভোকেট আশুতোষ চাকমা ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বক্তব্য রাখেন।
পাবনা : ‘সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে পাবনায় পালিত হয়েছে আর্ন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
শনিবার সকালে জেলা প্রশাসন পাবনা ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০১৮।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্নাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন- অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শাহেদ পারভেজ , জেলা উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম প্রমুখ।
বাসস/ সংবাদদাতা/১৮৩৫/মরপা