বাসস ক্রীড়া-৮ : বিপিএলে রাজশাহীর নতুন কোচ ক্লুজনার

131

বাসস ক্রীড়া-৮
রাজশাহী-ক্লুজনার
বিপিএলে রাজশাহীর নতুন কোচ ক্লুজনার
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস/ওয়েবসাইট) : বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আসন্ন আসরে রাজশাহী কিংসের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।
আগামী বছর জানুয়ারী-ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিতব্য ষষ্ঠ আসরে রাজশাহীর প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক তারকা ড্যানিয়েল ভেট্টরির স্থলাভিষিক্ত হবেন ১৯৯৯ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ‘জুলু’ খ্যাত ক্লুজনার।
রাজশাহীর পরিবর্তে ভেট্টরি অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লীগে (বিবিএল) ব্রিজবেন হিটের কোচের দায়িত্ব পালন করবেন। আগামী ডিসেম্বরে শুরু হয়ে ২০১৯ সালের ফেব্রুয়ারী পর্যন্ত চলবে বিপিএল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সাবেক তারকা অলরাউন্ডার ক্লুজনার এর আগে জিম্বাবুয়ে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। তবে আফ্রিকার দলটি ২০১৯ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার পর বরখাস্ত হন ক্লুজনার। ২০১৫ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য জন্য তিনি দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্বও পালন করেন।
এছাড়া তিনি ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লীগে ডরফিনস এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে(আইপিএল) ২০১১ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিলেন। ৪৭ বছর বয়সী ক্লুজনার অতি সম্প্রতি ভারতের ঘরোয়া রনজি ট্রফিতে দিল্লি দলের পরামর্শক হিসেবে নিয়োগ পান।
বাসস/ওয়েবসাইট/স্বব/১৭৩০/মোজা/এএমটি