বাসস দেশ-৮ : শাহজালালে সোনার বার ও বিদেশি সিগারেট আটক

138

বাসস দেশ-৮
শাহজালাল-সোনা উদ্ধার
শাহজালালে সোনার বার ও বিদেশি সিগারেট আটক
ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও ৮৭০ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক অভিযান চালিয়ে ৮০ লাখ টাকার বিদেশি সিগারেট ও সোনার বার আটক করে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সহিদুল ইসলাম আজ বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত সোনার বর্তমান বাজার মূল্য ৪৩ লাখ টাকা।
এছাড়া ৩০৩ ব্ল্যাক ব্র্যান্ডের ৫৯০ কার্টুন অর্থাৎ ১১৮ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এ সব সিগারেটের মূল্য ৩৫ লাখ ৪০ হাজার টাকা।
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী থেকে (ইওয়াই- ২৫৮) একটি ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বিমানের ৪জন যাত্রীর কাছ থেকে ৮টি সোনার বার উদ্ধার করা হয়।
এদিকে আজ শনিবার ভোর ৫টায় কুয়েত থেকে (কিইউ-২৮৩) একটি বিমান ঢাকায় পৌঁছে। এ বিমান থেকে ৪২০ কার্টুন সিগারেট পাওয়া যায়।
এছাড়া শুক্রবার রাত ১১টার দিকে শুল্ক গোয়েন্দা বিভাগের অপর একটি দল সংযুক্ত আরব আমিরাত থেকে আসা (ইউকে -৫৮৪) আরেকটি বিমানের এক যাত্রীর ২টি লাগেজ থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৭০ কার্টুন সিগারেট উদ্ধার করে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৬৪৫/-জেজেড