বাসস বিদেশ-১ : যুক্তরাষ্ট্রে এক কিশোরের বিরুদ্ধে বৃদ্ধাকে হত্যার অভিযোগ

167

বাসস বিদেশ-১
যুক্তরাষ্ট্র-অপরাধ
যুক্তরাষ্ট্রে এক কিশোরের বিরুদ্ধে বৃদ্ধাকে হত্যার অভিযোগ
ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক): যুক্তরাষ্ট্রের বাল্টিমোর নগরীতে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে এক বৃদ্ধাকে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
গত মাসে টাইরন হারভিন ৮৩ বছর বয়সী ডরোথি মায়ি নীল নামের ওই বৃদ্ধাকে তার বাড়িতে হামলা চালিয়ে হত্যার করেছে বলে অভিযোগ আনা হয়েছে। খবর এএফপি’র।
৩০ আগস্ট ডরোথি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশের মুখপাত্র টিজে স্মিথ বলেন, ‘আমাদের রেকর্ড পরীক্ষা না করেই আমরা বলতে পারি যে বাল্টিমোরে এ বছর এবং সম্ভবত গত কয়েক বছরের মধ্যে যাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে এই কিশোরটির বয়স তাদের মধ্যে সবচেয়ে কম।’
টাইরনের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হত্যা, ধর্ষণ, যৌন নিপীড়ন ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে।
বন্দর নগরী বাল্টিমোরে প্রায় ৬ লাখ লোক বাস করে। দেশটির মধ্যে সবচেয়ে বেশি হত্যাকা- ঘটে এই নগরীতে।
বাসস/ কেএআর/০৯৫০/এএএ