যুক্তরাষ্ট্রের আলাবামায় ৮৩ বছর বয়সী ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর

359

ওয়াশিংটন, ২০ এপ্রিল, ২০১৮ (বাসস ডেস্ক) : যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে বৃহস্পতিবার ওয়াল্টার মুডি নামের ৮৩ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। বোমা হামলা চালিয়ে এক মার্কিন বিচারক ও এক এটর্নিকে হত্যা করায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
মৃত্যুদন্ড তথ্য কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী, ১৯৭০’র দশকে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড পুনরায় বহাল করার পর থেকে দেশটিতে কোন ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করার ক্ষেত্রে মুডি হচ্ছেন সবচেয়ে বয়স্ক ব্যক্তি। এরআগে ২০০৫ সালে ৭৭ বছর বয়সে জন নিক্সন নামের এক ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
আলাবামা গভর্নর কে আইভি’র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ১৯৪৯ সালে ফেডারেল বিচারক রবার্ট ভেন্সকে হত্যার দায়ে ওয়াল্টার লিরয় মুডির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে।
রাজ্যের এটর্নি জেনারেল স্টিভ মার্শাল এক বিবৃতিতে বলেন, একই বোমা হামলায় জর্জিয়ার এক এটর্নি নিহত হওয়ায় মুডিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল।