বাজিস-৩ : বরগুনায় সাগরে ট্রলার ডুবি, ১৭ জেলে উদ্ধার

153

বাজিস-৩
বরগুনা-ট্রলার ডুবি
বরগুনায় সাগরে ট্রলার ডুবি, ১৭ জেলে উদ্ধার
বরগুনা, ৭ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : জেলার পাথরঘাটা থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে মাছধরা ট্রলার ডুবির পর বৃস্পতিবার সন্ধ্যায় ১৭ জেলেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উদ্ধার হওয়া জেলেরা পাথরঘাটা ফিরে এসেছেন।
ডুবে যাওয়া এফবি আবদুল্লাহ ট্রলারটির মালিক পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের নাসির খান জানিয়েছেন, বঙ্গোপসাগরে ফেয়ারওয়ে ১ নম্বর বয়ার দক্ষিণে বৃহ¯পতিবার সকালে হঠাৎ ঝড়ের কবলে পরে প্রচন্ড ঢেউয়ে ট্রলারের তলা ফেটে ১৭ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। ১২ ঘন্টা পরে সন্ধ্যায় এফবি মাকসুদা ট্রলারের জেলেরা ওই ১৭ জেলেকে উদ্ধার করে।
বরগুনা জেলা মৎস্যজীবি ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, শুক্রবার জেলেরা পাথরঘাটায় ফিরে এসেছে। তারা সুস্থ রয়েছে
বাসস/ সংবাদদাতা/১৪১০/মরপা