বাসস দেশ-৩৬ : ফিরতি ৯৩টি হজ ফ্লাইটে ৩৪ হাজার ৬৩৬ জন হাজী দেশে ফিরেছেন

634

বাসস দেশ-৩৬
হজ-ফ্লাইট
ফিরতি ৯৩টি হজ ফ্লাইটে ৩৪ হাজার ৬৩৬ জন হাজী দেশে ফিরেছেন
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : পবিত্র হজ পালন শেষে ফিরতি ৯৩টি ফ্লাইটে ৩৪ হাজার ৬৩৬ জন হাজী দেশে ফিরেছেন।
আজ এ রিপোর্ট লেখা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৪৭টি ও সৌদি এয়ার লাইন্সের ৪৬টি বিমানে এসব হাজীী বাংলাদেশে প্রত্যাবর্তন করেন বলে হজ অফিস সূত্রে জানানো হয়।
আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট চলবে। এরমধ্যে বাংলাদেশ বিমান এয়ার লাইন্স আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৭২টি ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করবে।
এ বছর বিমানের ১৬৭টি হজ ফ্লাইটে ৬২ হাজার ৭৯৬ জন হজ যাত্রী সৌদি আরব গেছেন বলে বিমান অফিস সূত্রে জানানো হয়।
চলতি বছরের পবিত্র হজ পালন করতে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন।
এবছর পবিত্র হজ পালন করতে গিয়ে আজ পর্যন্ত ২১জন মহিলাসহ ১১০ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৭২ জন মদিনায় ৮ জন, জেদ্দায় ২ জন মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন হজ যাত্রীর ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।
বাসস/নিজস্ব/এমএআর/২২২৫/এবিএইচ