বিএনপি-জামায়াত সরকার মানুষ হত্যা করেছে : নূর

151

নীলফামারী, ৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে করা মিছিলে বিএনপি-জামায়াত সরকার গুলি বর্ষণ করে মানুষ হত্যা করেছে। একটা সরকার মানুষের দাবি পুরণ করতে না পারলেও মানুষকে হত্যা করার অধিকার রাখে না। আজ নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় চত্ত্বরে বিদ্যুৎ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর একথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি-জামায়েত সরকারের সময়ে দেশে বিদ্যুতের হাহাকার ছিল। বিদ্যুতের দাবিতে মিছিল ও মিটিং হয়েছিল। এখন আর বিদ্যুতের জন্য মানুষকে মিছিল মিটিং করতে হয়না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।
নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন, উত্তরা ইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান, নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহা ব্যবস্থাপক এস এম হাসনাত হাসান, উপ মহাব্যবস্থাপক (সদস্য সেবা) মো. জসিম উদ্দিন প্রমুখ।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতি এর আয়োজন করেছে।
এর আগে বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।