তত্ত্বাবধায়ক সরকারের কারণেই খালেদা জিয়া আজ জেলে : নাহিদ

164

চট্টগ্রাম, ৬ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যে মামলার জন্য জেলে গেছেন তার জন্য বর্তমান সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারই দায়ী।
তিনি বলেন, ‘২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি হয়েছিলো। সে মামলায় আদালতের রায়ে খালেদা জিয়া এখন জেলে।’
শিক্ষামন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে বন্দরনগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল আনোয়ারের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ কে এম এনামুল হক শামীম।
নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘খালেদা জিয়া জেলে থাকার জন্য বিএনপি বর্তমান সরকারকে দায়ী করলেও এটি সম্পূর্ণ ভুল। তাঁর মামলায় সরকারের কোনো হাত নেই। বর্তমান সরকার বিচার বিভাগের ওপর কোনো হস্তক্ষেপ করে না।’
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ব্যবসা করার দিন শেষ উল্লেখ করে নাহিদ বলেন, ‘টাকা আয়ের জন্য অন্য ব্যবসা করুন। মুনাফা করতে আসবেন না। তাহলে টিকে থাকতে পারবেন না। যারা শর্ত মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালাবে তারাই টিকে থাকবে। না হলে বন্ধ করে দেয়া হবে।’
তিনি বলেন, ‘অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণে পার্থক্য করা হয়। স্পষ্টভাবে বলছি, আমরা শিক্ষাক্ষেত্রে কোনো পার্থক্য করি না। চাকরিসহ সবক্ষেত্রে সবার অধিকার সমান।’
এখন ‘আমরা মেধা আমদানি করি না বরং রফতানি করি’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ বছর বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৫ কোটি ৯০ লাখেরও বেশি বই বিতরণ করা হয়েছে। এ পর্যন্ত ২৬৫ কোটি ৯৬ লাখেরও বেশি বই বিতরণ করা হয়েছে। বর্তমানে দেশে ৫ কোটি শিক্ষার্থী, ২৫ লাখ শিক্ষক। এ হিসেবে দেশের তিন ভাগের একভাগ মানুষ শিক্ষা পরিবারের সদস্য’।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার নিজেদের ইসলাম প্রিয় বলে দাবি করলেও তাদের আমলে তেমন মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা হয়নি। অথচ বর্তমান সরকারের আমলে ৩ হাজার মাদ্রাসা ভবন তৈরি হয়েছে। আধুনিক মসজিদ তৈরি হয়েছে। এ থেকে বোঝা যায়, কারা সত্যিকারের ইসলাম প্রিয়।