বাসস ক্রীড়া-১২ : আগামীকাল শুরু হচ্ছে ২৫তম জাতীয় কারাতে প্রতিযোগিতা

113

বাসস ক্রীড়া-১২
কারাতে-২৫তম জাতীয় প্রতিযোগিতা
আগামীকাল শুরু হচ্ছে ২৫তম জাতীয় কারাতে প্রতিযোগিতা
ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : বাংলাদেশ কারাতে ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ‘২৫তম জাতীয় কারাতে প্রতিযোগিতা’। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল ৯টা থেকে খেলা শুরু হবে।
তবে দুপুর আড়াইটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ফেডারেশনের সভাপতি ও দুদক এর কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
এবারের প্রতিযোগিতায় ৪৭টি জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, সার্ভিসেস দল, বিশ^বিদ্যালয়সহ মোট ৬৪টি দল থেকে ১৭টি ওজন শ্রেণীতে পুরুষ ও মহিলাসহ মোট ৫৯৩ খেলোয়াড় অংশ নিচ্ছে।
আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈ হ্লা। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট উপ-কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন সন্টু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান ও রেফারী উপ-কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জুয়েলসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।
বাসস/এএমটি/১৭২৫/-স্বব