বাসস বিদেশ-৭ : পিয়ংইয়ংয়ে সেপ্টেম্বর মাসে বৈঠকে দুই কোরিয়ার সম্মতি

141

বাসস বিদেশ-৭
উত্তর কোরিয়া-দ.কোরিয়া
পিয়ংইয়ংয়ে সেপ্টেম্বর মাসে বৈঠকে দুই কোরিয়ার সম্মতি
সিউল, ৬ সেপ্টম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : উত্তর কোরীয় নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ে সেপ্টেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। বৈঠককালে তারা পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে কথা বলবেন।
বৃহস্পতিবার সিউল একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চুং এউই-ইয়োং সাংবাদিকদের বলেন, সেপ্টেম্বর মাসের ১৮ থেকে ২০ তারিখ বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি এ বছরে দুই নেতার মধ্যে তৃতীয় বৈঠক হতে যাচ্ছে। তারা কোরীয় উপদ্বীপে ‘পরমাণু নিরস্ত্রীকরণের আংশিক পদক্ষেপ’ নিয়ে আলোচনা করবেন।
বুধবার পিয়ংইয়ংয়ে চুংয়ের সফরকালে দুু’দেশের এই শীর্ষ সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত হয়।
সফরকালে তিনি কিমের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি মুনের একটি চিঠি উত্তর কোরীয় নেতাকে হস্তান্তর করেন।
উত্তর কোরীয় নেতা দক্ষিণ কোরীয় এই দূতকে বলেছেন, তিনি পরমাণু নিরস্ত্রীকরণে সিউল ও ওয়াশিংটনকে সহযোগিতা করতে প্রস্তুত।
চুং বলেন, বৈঠককালে উত্তর কোরীয় নেতা ‘কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বাসস/কেএআর/১৫৪০/জুনা