বাসস ক্রীড়া-১ : লাল কার্ডের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে

160

বাসস ক্রীড়া-১
ফুটবল-শাস্তি
লাল কার্ডের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হলেন এমবাপে
প্যারিস, ৬ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা দেবার অপরাধে ক্যারিয়ারে প্রথমবারের মত লাল কার্ড পেয়েছিলেন প্যারিস সেইন্ট-জার্মেই ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। শনিবার নিমের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচটিতে পিএসজি ৪-২ গোলে জয়ী হলেও এমবাপের লাল কার্ড নিয়ে সমালোচনা শুরু হয়।
এর আগে প্রথমার্ধে ফ্রেঞ্চ এই ফরোয়ার্ড হলুদ কার্ড পেয়েছিলেন। ম্যাচের শেষ দিকে নিমের মিডফিল্ডার তেজি সাভানিয়ারের সাথে বিতন্ডায় জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন এমবাপে। বাজে ট্যাকেলের জন্য সাভানিয়ারও লাল কার্ড পান। যদিও ঘটনার পরে পিএসজির সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপে। তবে একইসাথে জানিয়েছেন আবারো ঐ মুহূর্ত সামনে আসলে তিনি একই কাজ করতেন।
বুধবার শুনানীর পর ফ্রেঞ্চ লিগ ডিসিপ্লিনারি কমিটি ১৯ বছর বয়সী এমবাপেকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে এমবাপে লিগও ওয়ানে সেইন্ট-এতিনে, রেনেস ও রেইমসের বিপক্ষে পরবর্তী তিন ম্যাচে খেলতে পারছেন না। শেষ ম্যাচটি পিএসজির চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে লিভারপুলের সাথে প্রথম ম্যাচের চারদিন আগে অনুষ্ঠিত হবে।
এদিকে একই ঘটনার কারনে সাভানিয়ারকে আরো বড় শাস্তি হিসেবে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।
বাসস/নীহা/১২০০/স্বব