বাজিস-২ : জয়পুরহাটে ২৮০০ ভূমিহীন পরিবার পেয়েছে খাস জমি

197

বাজিস-২
জয়পুরহাট-খাস জমি
জয়পুরহাটে ২৮০০ ভূমিহীন পরিবার পেয়েছে খাস জমি
জয়পুরহাট, ৫ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী জেলায় গত ৯ বছরে ২ হাজার ৮শ ভূমিহীন পরিবারের মাঝে ১৬০ দশমিক ২৮ একর খাস জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসকের ভূমি রাজস্ব শাখা সূত্র বাসস’কে জানায়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল কেউ গৃহহীন থাকবে না। সেই লক্ষ্য পূরণে কাজ শুরু করে সরকার। জয়পুরহাট জেলায় ভূমিহীন পরিবারের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদানের মধ্যে রয়েছে ২০০৮-২০০৯ অর্থ বছরে ৫১৮ ভূমিহীন পরিবারের মাঝে ৩৬ দশমিক ২৬ একর খাস জমি বন্দোবস্ত দেয়া হয়, ২০০৯-২০১০ অর্থ বছরে ৫৪৩ পরিবারের মাঝে ৩২ দশমিক ৫৮ একর, ২০১০-২০১১ অর্থ বছরে ২৪৯ পরিবারের মাঝে ১২ দশমিক ৪৫ একর, ২০১১-২০১২ অর্থ বছরে ২৪৮ পরিবারের মাঝে ১২ দশমিক ৪একর, ২০১২-২০১৩ অর্থ বছরে ৪১৪ পরিবারের মাঝে ২৪ দশমিক ৮৪ একর জমি, ২০১৩-২০১৪ অর্থ বছরে ২৪৮ পরিবারের মাঝে ১২ দশমিক ৪২ একর জমি, ২০১৪-২০১৫ অর্থ বছরে ২৪৫ পরিবারের মাঝে ১২ দশমিক ৪২ একর, ২০১৫-২০১৬ অর্থ বছরে ২৫২পরিবারের মাঝে ১২ দশমিক ৮২ একর, ২০১৬-২০১৭ অর্থ বছরে ৩৯ পরিবারের মাঝে ২ দশমিক ৩৩ একর ও ২০১৭-২০১৮ অর্থ বছরে ৪৪ ভূমিহীন পরিবারের মাঝে ১ দশমিক ৮৭ একর জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইশরাত ফারজান বাসস’কে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাকী ভমিহীনদের খাস জমি প্রদানের কাজ দ্রুত চলছে।
বাসস/সংবাদদাতা/আহো/১১৩০/নূসী