বাসস দেশ-১৮ : চট্টগ্রামে এক রেল কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

150

বাসস দেশ-১৮
দুদক-মামলা
চট্টগ্রামে এক রেল কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা
চট্টগ্রাম, ৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে একটি মামলা করেছে।
আজ মঙ্গলবার দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন বাদি হয়ে নগরীর কোতোয়ালী থানায় এ মামলা করেন।
সুমন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার কার্যালয়ে সহকারী দাবি পরিদর্শক পদে কর্মরত আছেন।
গত ৪ জুলাই রেলওয়ের এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় অলি উল্লাহ সুমনকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ।
মামলার বাদি শরিফ উদ্দিন জানান, প্রায় এক কোটি ৪০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন, এক ব্যক্তিকে চাকরি দেয়ার নামে ৩ লাখ ৪০ হাজার টাকা ঘুষ গ্রহণ, বিভিন্ন ব্যাংক ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অপরাধে রেলওয়ের কর্মচারী অলি উল্লাহ সুমনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। তিনি জানান, অনুসন্ধানের পর এসব অপরাধের সঙ্গে সুমনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
অলি উল্লাহ সুমন ২০০৫ সালের ১৬ জানুয়ারি রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তার দফতরে পিয়ন হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সহকারী পরিদর্শক পদে কর্মরত আছেন।
বাসস/ডিবি/এফএইচ/১৮৩৮/-শহক