বাসস ক্রীড়া-১০ : ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ড দলে ওকস পোপ

151

বাসস ক্রীড়া-১০
ইংল্যান্ড দল
ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ড দলে ওকস পোপ
লন্ডন, ৪ সেপ্টেম্বর, ২০১৮(বাসস/এএফপি) : ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে ক্রিস ওকস ও ওলি পোপকে ইংল্যান্ড দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওভালের এ ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন দলের সেরা সেরা তারকা এলিস্টার কুক।
সাউদাম্পটনে চতুর্থ টেস্ট ৬০ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
তবে ওভালে টেস্টে স্পটলাইট থাকবে এসেক্সের কুকের ওপর। কারণ এটাই হবে তার শেষ টেস্ট।
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট শেষেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সিদ্বান্ত নেন ইংল্যান্ডের হয়ে ১৬০ টেস্টে ৩২ সেঞ্চুরিতে ১২২৫৪ রান করেন কুক।
ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে যে দলটি ছিলো সেটির সাথে ওকস ও পোপকে সংযুক্ত করেছে ইংল্যান্ড।
তৃতীয় টেস্টে আঙ্গুলে ব্যথা পাওয়ায় সাউদাম্পটনে উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে পারেননি নিয়মিত উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। তার জায়গায় উইকেটরক্ষক ছিলেন জশ বাটলার।
ভারতের বিপক্ষে চলমান টেস্টে দু’টি ম্যাচ খেলেছিলেন পোপ। তিন ইনিংসে ব্যাট করে ২৮, ১০ ও ১৬ রান করেন তিনি।
ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), মঈন আলী, জিমি এন্ডারসন, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জশ বাটলার, অ্যালিস্টার কুক, স্যাম কারান, কিটন জেনিংস, ওলি পোপ, আদিল রশিদ, বেন স্টোকস ও ক্রিস ওকস।
বাসস/এএফপি/এএমটি/১৮১৫/মোজা/স্বব