বাসস দেশ-১৩ : দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : রফিকুল ইসলাম বীর উত্তম

135

বাসস দেশ-১৩
রফিকুল-ভবন-উদ্বোধন
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই : রফিকুল ইসলাম বীর উত্তম
চাঁদপুর, ৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকা উন্নয়ন ও শান্তির প্রতীক। উন্নত বাংলাদেশ গঠনে নৌকা একান্ত প্রয়োজন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরে হাজিগঞ্জ পৌরসভায় অবস্থিত হাজীগঞ্জ ডিগ্রী কলেজের নব নির্মিত ৪তলা ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।
মেজর (অব.) রফিকুল ইসলাম বলেন, এদেশে আর ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন হবেনা। সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা নির্বাচনের প্রস্তুতি নিন। হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এখানে ব্যাপক হারে উন্নয়ন হয়েছেÑ যা অতীতের কোন সরকার করতে পারেনি।
তিনি আরো বলেন, তার নির্বাচনী এলাকায় এ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হবে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলোও দ্রুত সম্পন্ন হবে। হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় এখন ৩৫০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৬ শতাধিক ব্রীজ-কালর্ভাট, সাড়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করা হয়েছে।
হাজীগঞ্জ ডিগ্রী কলেজের নব নির্মিত ৪তলা ভবনটি ২ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়ন করেছে।
উদ্বোধন অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, হাজিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ খসরু, থানা অফিসার ইনর্চাজ মো. জাবেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/এমএন/১৭৫০/-জেহক