বাসস ক্রীড়া-৯ : কুককে শেষ টেস্টে দলে দেখতে চান না লয়েড

115

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-লয়েড
কুককে শেষ টেস্টে দলে দেখতে চান না লয়েড
লন্ডন, ৪ সেপ্টেম্বর ২০১৮ (বাসস) : ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিষ্টার কুককে ভারতের বিপক্ষে তার ক্যারিয়ারের শেষ টেস্টে দলে দেখতে চান না দেশটির সাবেক খেলোয়াড় ও কোচ ডেভিড লয়েড। সাউদাম্পটনে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট শেষে আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের ঘোষণা দেন কুক। ফলে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে শেষ টেস্টটিই হবে কুকের শেষ আন্তর্জাতিক ম্যাচ। কিন্তু ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ড দলে কুককে দেখতে চান না লয়েড। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে শেষ টেস্টে ইংল্যান্ড দলে কুককে আমি দেখতে চাই না। তার সময় শেষ, তাই আর তাকে সুযোগ দেয়ার কোন প্রয়োজন নেই।’
২০০৬ সালের জুনে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন কুক। এরপর ঐ বছরই ওয়ানডে অভিষেক ঘটে তার। ২০০৭ সালে টি-২০ ফরম্যাটে প্রথম খেলার স্বাদ নেন কুক। তবে ওয়ানডে ও টি-২০র চাইতে টেস্ট ফরম্যাটের অন্যতম সেরা ব্যাটসম্যান বনে যান কুক। ১৬০ টেস্ট ম্যাচে ৩২টি সেঞ্চুরি ও ৫৬টি হাফ-সেঞ্চুরিতে ১২,২৫৪ রান করেছেন তিনি। বড় ফরম্যাটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক কুক।
কিন্তু সম্প্রতি ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না কুক। শেষ ১০ ইনিংসে মাত্র একটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ভারতের বিপক্ষে চলমান সিরিজে সর্বোচ্চ ২৯ রান করেছেন কুক। তাই ভারতের বিপক্ষেই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার সিদ্বান্ত নিয়েছেন তিনি।
কুকের এমন সিদ্ধান্তকে সাবেক ও বর্তমান খেলোয়াড়রা সাধুবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতের জন্য কুককে শুভ কামনাও জানান। এমনকি অনেকে বলেছেন, শেষ টেস্টে বড় স্কোর করে বিদায় নিতে। কিন্তু ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় ও কোচ লয়েড সবার সাথে একমত হতে পারছেন না। কুকের বিপক্ষেই কথা বললেন তিনি।
১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করা লয়েড বলেন, ‘ভারতের বিপক্ষে ওভাল টেস্টে কুককে ইংল্যান্ড দলে দেখতে চাই না। তাকে খেলানোর পক্ষে নই আমি। কুক বলছে, তার সময় শেষ। এর অর্থ, সময় শেষ। তাই আরও একটি টেস্টে তাকে খেলানোর পক্ষে আমি নই। কুক যখন অবসর নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন আর খেলানোর কোন প্রয়োজন নেই। ম্যাচের আগে তাকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া হোক এবং বিদায়ী বক্তব্য দেওয়ার সুযোগও করে দেওয়া হোক। পরবর্তীতে ড্রেসিং রুমে বসে খেলাটা উপভোগ করুক কুক।’
কুককে বিদায়ী টেস্ট খেলতে দেওয়ার পক্ষে না থাকলেও বড় ফরম্যাটে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রহকারীর প্রশংসা করেছেন লয়েড, ‘অ্যালিস্টার কুক অসাধারণ খেলোয়াড়। অধিনায়ক হিসেবেও দারুণ করেছে সে। সে ক্রিকেটের দূত। ইংল্যান্ডের হয়ে টানা ১৫৮ টেস্ট খেলার বিশ্বরেকর্ড আছে তার। এমন রেকর্ড বড় বড় খেলোয়াড়রা করতে পারে না, যা সে করেছে। এমনকি দেশের হয়ে সর্বোচ্চ রানও করেছে সে। তার জন্য শুভ কামনা থাকলো।’
বাসস/এএমটি/১৭০৫/মোজা/নীহা