প্যারাগুয়ের কোচ হিসেবে নিয়োগ পেলেন ওসোরিও

160

প্যারাগুয়ে, ৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : প্যারাগুয়ের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মেক্সিকোর সাবেক কোচ হুয়ান কার্লোস ওসোরিও। বিশ্বকাপের পরে মেক্সিকান জাতীয় দলের কোচের পদ থেকে ওসোরিও নিজেই সড়ে দাঁড়ান।
টুর্নামেন্টের আগে সমর্থকদের চাপের মুখে থাকলেও ওসোরিওর অধীনে রাশিয়ায় মেক্সিকোর পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। ব্রাজিলের কাছে শেষ ১৬’র লড়াইয়ে পরাজিত হয়ে বিদায় নেয় মেক্সিকো। এরপরপরই মেক্সিকো থেকে বিদায়ের ঘোষণা দেন অভিজ্ঞ ওসোরিও। এরপর অনেক দেশই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও তার নিজ দেশ কলম্বিয়া অন্যতম। বিশেষ করে হোসে পেকারম্যান দল ত্যাগের ইঙ্গিত দিলে কলম্বিয়া ওসোরিওকে পেতে বেশি উদগ্রীব ছিল। তবে ২০১৯ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে প্যারাগুয়ের কোচ হিসেবেই শেষ পর্যন্ত নিয়োগ পেলেন ওসোরিও।