ইংল্যান্ড দল থেকে নাম প্রত্যাহার করে নিলেন স্টার্লিং

213

লন্ডন, ৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : পিঠের ইনজুরির কারণে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে আসন্ন নেশন্স লিগ ও প্রীতি ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে খেলা ইংল্যান্ডের সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতেই খেলেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। এ পর্যন্ত এবারের প্রিমিয়ার লিগে স্টার্লিং দুটি গোল করেছেন।
ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট অবশ্য স্টার্লিংয়ের পরিবর্তে নতুন কাউকে দলভুক্ত করছেন না বলে ইঙ্গিত দিয়েছেন। ২৩ বছর বয়সী স্টার্লিং না থাকায় ইংল্যান্ড তিনজন ফরোয়ার্ড নিয়ে মাঠে নামবে। অধিনায়ক হ্যারি কেনের নেতৃত্বে আক্রমণভাগে আরো থাকবেন আর্সেনালের ড্যানি ওয়েলবেক ও ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ মার্কোস রাশফোর্ড।
আগামী শনিবার ওয়েম্বলিতে নেশন্স লিগের ম্যাচে স্পেনের মোকাবেলা করবে ইংল্যান্ড। এর তিনদিন পর কিং পাওয়ার স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।