বাজিস-৫ : উন্নত বাংলাদেশ গঠনে নৌকার বিকল্প নেই : রফিকুল ইসলাম

127

বাজিস-৫
চাঁদপুর-উন্নয়ন বাংলাদেশ
উন্নত বাংলাদেশ গঠনে নৌকার বিকল্প নেই : রফিকুল ইসলাম
চাঁদপুর, ৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সাংসদ মেজর রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন , নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক, উন্নত বাংলাদেশ গঠনে নৌকার বিকল্প নেই। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নৌকায় ভোট চাই।
তিনি বলেন, এদেশে আর ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন আর হবে না। শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতীতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের ওপর এতো চাপ-সৃষ্টি হতো না।
তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকায় এ বছরের মধ্যে শতভাগ বিদ্যুতায়নের কাজ সম্পন্ন হবে। এ ছাড়াও অসম্পূর্ণ কাজগুলো দ্রুতই সম্পন্ন করা হবে। আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানি করা হয়নি। হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ১০ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় সাড়ে ৩৫০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৮টি সেতু, দুই উপজেলায় ৬ শতাধিক ব্রিজ-কালভার্ট, সাড়ে তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।
তিনি সোমবার বিকেলে হাজিগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রাসারণ কাজের উদ্বোধন, পালিশারা মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, দেশগাঁও ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, থানা অফিসার ইনর্চাজ (ওসি) মো. জাবেদুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আব্দুল মান্নান প্রমুখ।
বাসস/সংবাদদাতা/রশিদ/১২৩৫/নূসী