বাসস দেশ-২ (সংশোধনীসহ) : আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে ফেমবোসা সম্মেলন

166

বাসস দেশ-২ (সংশোধনীসহ)
ফেমবোসা-সম্মেলন
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে ফেমবোসা সম্মেলন
ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস) : সার্ক অঞ্চলের ৮টি নির্বাচন কমিশন (ইসি) নিয়ে গঠিত সংগঠন ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’র (ফেমবোসা) নবম সম্মেলন আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর হোটেল র‌্যাডিসনে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেমবোসা’র বর্তমান চেয়ারম্যান আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার গুলাজান আবদুল বাদি সায়েদ।
নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব এস এম আসাদুজ্জামান বাসসকে জানান, সম্মেলনে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান, নেপাল, ভুটান ও মালদ্বীপের নির্বাচন কমিশনের ২১ জন প্রতিনিধি অংশ নেবেন।
তিনি জানান, ফেমবোসা গঠন হয় বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে। ২০১০ সালে ঢাকায় সার্ক দেশগুলোর নির্বাচন কমিশনের এক সম্মেলনের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে ‘ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস অব সাউথ এশিয়া’ এর যাত্রা শুরু। এরপর পর্যায়ক্রমে সার্ক দেশগুলোর বিভিন্ন দেশে এর সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম সম্মেলনও ঢাকায় ২০১০ সালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা।
এরপর পর্যায়ক্রমে ২০১১ সালে পাকিস্তান, ২০১২ সালে ভারত, ২০১৩ সালে ভুটান, ২০১৪ সালে নেপাল, ২০১৫ সালে শ্রীলংকা, ২০১৬ সালে মালদ্বীপ ও ২০১৭ সালে আফগানিস্তানে সংস্থাটির বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতবছরের ২৪-২৫ সেপ্টেম্বর আফগানিস্তানের কাবুলে অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাসস/এএসজি/এমএসএইচ/১২২০/-এমএবি