বাসস বিদেশ-৩ : জাপানে প্রচন্ড শক্তিশালী টাইফুন জেবির আঘাত

201

বাসস বিদেশ-৩
জাপান-আবহাওয়া
জাপানে প্রচন্ড শক্তিশালী টাইফুন জেবির আঘাত
টোকিও, ৪ সেপ্টেম্বর, ২০১৮ (বাসস ডেস্ক) : জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন মঙ্গলবার আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
টাইফুনের প্রভাবে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সতর্কতামূলত ব্যবস্থা হিসেবে স্থানীয়দের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘন্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।
বাসস/কেএআর/১০৫৫/এমএবি