বাসস দেশ-১৩ : ভোলার চরফ্যাসনে বৃক্ষ রোপণ শুরু

1689

বাসস দেশ-১৩
ভোলা-বৃক্ষ-রোপণ
ভোলার চরফ্যাসনে বৃক্ষ রোপণ শুরু
ভোলা, ২০ জুন, ২০২১ (বাসস) : জেলার চরফ্যাসন উপজেলায় আজ ৩০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপণের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। টেকসই বন ও জীবিকা প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠানের বাস্তবায়ন করে ভোলা উপকূলীয় বন বিভাগ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন, চরফ্যাসন রেঞ্জ কর্মকর্তা মো: আলাউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। চলতি মাসের মধ্যেই সব গাছের চারা রোপণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এসবের মধ্যে ফলজ, বনজ, ওষুধীসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
উল্লেখ্য, জেলায় চলতি মৌসুমে এক লাখ ২০ হাজার গাছের রোপণের লক্ষ্যে কাজ করছে স্থানীয় বন বিভাগ।
বাসস//এনডি/এইচ এ এম/১৪৪০/নূসী