বাসস দেশ-১২ : কুমিল্লায় মাস্ক পরিধান না করায় ১২ হাজার টাকা জরিমানা

1707

বাসস দেশ-১২
কুমিল্লা-জরিমানা
কুমিল্লায় মাস্ক পরিধান না করায় ১২ হাজার টাকা জরিমানা
কুমিল্লা (দক্ষিণ), ২০ জুন, ২০২১ (বাসস) : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ না মেনে মাস্ক ছাড়া চলাচলকারীদের বিরুদ্ধে কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাসস্ট্যান্ড ও জনবহুল স্থানে জেলা প্রশাসনের ৯টি টিম একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২৭ টি মামলায় ১১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বচ্ছল ও অসহায়দের মাঝে মাস্ক বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বাসসকে জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা নগরীর, কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, টমসম ব্রিজ, শাসনগাছা বাসস্ট্যান্ড, জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একযোগে ৯টি টিম অভিযান পরিচালনা করেন। এ সময়ে যারা মাস্ক ছাড়া চলাচল করছে এরকম ২৭ টি মামলায় ১১ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়। এছাড়া স্বাস্থবিধি মেনে চলতে সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৪৪০/নূসী