বাসস দেশ-২ : চান্দিনায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

987

বাসস দেশ-২
মেশিন বিতরণ
চান্দিনায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
কুমিল্লা (দক্ষিণ), ২০ জুন, ২০২১ (বাসস) : জেলার চান্দিনার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষিত ৩৪ জন নারীর মাঝে আজ রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সেলাই মেশিন বিতরণ করেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. মহিউদ্দিন আহমেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, চান্দিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, চান্দিনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল জলিল, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. সেলিম প্রধান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বাসসকে বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারী ভাবে প্রশিক্ষিত ৩৪ জন নারীর মাঝে ৩৪ টি সেলাই মেশিন বিতরণ করা হয়। যাতে তারা সেলাই কাজ করে নিজেদের পরিবারের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে। সেজন্য তাদেরকে সরকারী অর্থে ওইসব সেলাই মেশিন দেওয়া হয়েছে।
বাসস/এনডি/সংবাদদাতা/১১১০/নূসী