বাসস দেশ-৫৩ : জাতিসংঘের প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুপারিশ না থাকায় বাংলাদেশের হতাশা প্রকাশ

134

বাসস দেশ-৫৩
বাংলাদেশ-জাতিসংঘ-রোহিঙ্গা
জাতিসংঘের প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুপারিশ না থাকায় বাংলাদেশের হতাশা প্রকাশ
ঢাকা, ১৯ জুন, ২০২১ (বাসস) : জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমার সংক্রান্ত প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবাসনে সুপারিশ প্রদানে ব্যর্থতায় বাংলাদেশ গভীর হতাশা প্রকাশ করেছে।
নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই প্রস্তাবে রোহিঙ্গা সংকটের ওপর পর্যাপ্ত আলোকপাত এবং সমস্যা-সমাধানে কোন পদক্ষেপের সুপারিশ প্রণয়নের ব্যর্থ হয়েছে।’
গত শুক্রবার ‘মিয়ানমার পরিস্থিতি’ সংক্রান্ত এই প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘ সাধারণ পরিষদ। প্রস্তাবের পক্ষে ১১৯ ভোট, বিপক্ষে ১ ভোট পড়ে এবং ৩৬টি দেশ ভোট প্রদানে বিরত ছিল। মিয়ানমারের বর্তমান গণতান্ত্রিক সংকটের ওপর আলোকপাত করে এই প্রস্তাব গৃহীত হয়।
প্রস্তাবে মিয়ানমারের বর্তমান গণতান্ত্রিক সংকট, জরুরি অবস্থা ঘোষণা এবং বিরোধী নেতাদের আটকের কথা উল্লেখ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রস্তাবে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের পুনর্বাসনে কোন সুপারিশ করা হয়নি। এতে রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাসহ স্থায়ী পুনর্বাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির প্রয়োজনীয়তার ওপর কোন গুরুত্বারোপ করা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসিয়ান ও সার্ক দেশসমূহসহ ওআইসি’র কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য দেশ ভোটদানে বিরত থাকে।
বাসস/তবি/টিএ/এসএইচ/অনু-এবিএইচ/২৩৫০/এবিএইচ