বাসস দেশ-৫২ : ঢাকাসহ আট বিভাগে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

126

বাসস দেশ-৫২
আবহাওয়াÑপূর্বাভাস
ঢাকাসহ আট বিভাগে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে
ঢাকা, ১৯ জুন, ২০২১ (বাসস) : দেশের আট বিভাগের অধিকাংশ জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা ।
অন্যদিকে দেশের সকল সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী দুইদিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে সারাদেশে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এই সময়ে দেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, ঈশ্বরদীতে ১৯৬ মিলিমিটার, খেপুপাড়ায় ১৩৬ মিলিমিটার, গোপালগঞ্জে ৯৩ মিলিমিটার, মাদারীপুরে ৮৩ মিলিমিটার, মংলা ৭৬, খুলনায় ৫৭ মিলিমিটার এবং তাড়াশে ৩১ মিলিমিটার।
ঢাকায় আগামিকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে।
বাসস/সবি/এসএস/২১২০/-এমএন