বাসস দেশ-৪০ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাতৃমৃত্যুর হার কমাতে কর্মশালা

291

বাসস দেশ-৪০
গোপালগঞ্জ-কর্মশালা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাতৃমৃত্যুর হার কমাতে কর্মশালা
গোপালগঞ্জ, ১৯ জুন ২০২১ (বাসস) : ‘মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্যকেন্দ্রে প্রসব করাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার টুঙ্গিপাড়া উপজেলায় আজ মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. দীপকর বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় মাতৃমৃত্যুর হার কমাতে সংক্রমণ নিয়ন্ত্রণ, নিরাপদ ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বাসস/এনডি/সংবাদদাতা/১৯৫০/এমকে