বাসস দেশ-৩৮ : জনগণ মির্জা ফখরুলের মিথ্যাচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

235

বাসস দেশ-৩৮
তথ্যমন্ত্রী- সন্মেলন
জনগণ মির্জা ফখরুলের মিথ্যাচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
চট্টগ্রাম, ১৯ জুন, ২০২১ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিয়ত মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন, জনগণকে বিভ্রান্ত করছেন। জনগণ তার এ মিথ্যাচার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।’
মন্ত্রী আজ চট্টগ্রাম নগরের লালখান বাজার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে অনলাইনে সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম নগর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মহামারি করোনা ভাইরাসের মধ্যেও মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এরপরও দেশের এক শ্রেণির মানুষ অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন গণমাধ্যমে প্রচারের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে দিতে হবে। এছাড়া দলে অনুপ্রবেশ ঠেকাতেও সতর্ক থাকতে হবে।’
তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগ সব সময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় কৃষকের বিনামূল্যে ধান কেটে দিয়েছে। করোনার সময় মানুষকে সাহায্য করেছে, যা ইতোমধ্যে দেশে আলোড়ন তৈরি করেছে। এখন সব ষড়যন্ত্র থেকে স্বেচ্ছাসেবক লীগকে সতর্ক থাকতে হবে।’
নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কেবিএম শাহজাহান ও সালাহ উদ্দিন আহমেদ এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, আওয়ামী লীগের কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক ও সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বাসস/জিই/কেএস/কেসি/১৯৪৫/কেএমকে